Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর রংপুর জোন, বগুড়া সার্কেল এর অধীন "জয়পুরহাট সড়ক বিভাগ" ১৯৯৯ খ্রিঃ প্রতিষ্ঠিত হয়। এতে সড়ক উপ-বিভাগ জয়পুরহাট নামে ১টি সড়ক উপ-বিভাগ রয়েছে। এ সড়ক বিভাগের মোট সড়ক/মহাসড়ক সংখ্যা ১৪টি  এবং সড়ক/মহাসড়কের দৈর্ঘ্য ১৯৩.১৪ কিঃমিঃ। তন্মধ্যে ৩টি আঞ্চলিক মহাসড়ক, দৈর্ঘ্য ৩৯.২৪ কিঃমিঃ এবং ১১টি জেলা মহসড়ক, দৈর্ঘ্য ১৫৩.৯০ কিঃমিঃ রয়েছে। মহাসড়কসমূহ জয়পুরহাট জেলার ৫টি উপজেলায় বিস্তৃত। অত্র সড়ক বিভগাধীন মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়কটি হিলি স্থলবন্দর, বগুড়াসহ দেশের উত্তরাঞ্চল এবং রাজধানী ঢাকার সাথে সড়ক যোগাযোগের ক্ষেত্রে মাইলফলক।